২৫ মার্চ গণহত্যা দিবস
বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালের 25 শে মার্চ নৃশংস হত্যাকাণ্ড চালায়। যার জন্য বাংলাদেশের সেই রাত্রিকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। বাংলার মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন হানাদার বাহিনী আতঙ্কিত ভাবে মানুষের উপরে গোলাবর্ষণ সহ নানান ভাবে নির্যাতন চালায়। এই নির্যাতনের ফলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। এই কাল রাত থেকে স্মরণ করে রাখার জন্য বাংলাদেশ সরকার গণহত্যা দিবস পালন করে।
আরো পড়ুনঃ ওজন কমানোর ইন্ডিয়ান ঔষধ কিনতে ক্লিক করুন – এখনই কিনুন
আরো পড়ুনঃ মোটা হওয়ার ইন্ডিয়ান গুড হেলথ কিনতে ক্লিক – এখনই কিনুন
আরো পড়ুনঃ লম্বা হওয়ার ঔষধ কিনতে ক্লিক- এখনই কিনুন
তাই আপনারা যারা 25 শে মার্চ গণহত্যা দিবস কবিতা পাওয়ার জন্য গুগলে অনুসন্ধান করেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ সবচাইতে বেদনাদায়ক 25 মার্চ গণহত্যা দিবস কবিতা উল্লেখ করেছে আমরা। গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কবিতা প্রতিযোগিতা করা হয়। তাই আমাদের থেকে সেরা কিছু 25 মার্চ গণহত্যা দিবস কবিতা সংগ্রহ করে নিন।

২৫ মার্চ গণহত্যা দিবস কবিতা
এ রাত বাংলাদেশের মানুষের ইতিহাসে একটি কালো রাত। ১৯৭১ সালের 25 শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী অসংখ্য মানুষকে নিরাপদ ভাবে হত্যা করে। তাই বাংলার বিভিন্ন বিখ্যাত কবি গান 25 শে মার্চ নিয়ে সেরা কিছু কবিতা উল্লেখ করেছে। আজকের পোষ্টে সেই সব কবিদের গণহত্যা দিবস কবিতা তুলে ধরা হয়েছে।
১৯৭১ সালের কালো ২৫শে মার্চ ছিল,
অন্ধকারাচ্ছন্ন এক ভয়াল রাত।
অপারেশন সার্চ লাইটের নামে ১৯৭১,
ওরা বাঙালীদের করেছে নিপাত।
মেরেছে ৩০ লক্ষ মানুষ, করেছে লুটপাট,
নির্বিচারে পাকিস্তানি সৈনিক চালিয়েছে গুলি।
১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের নিধন করা হয়েছিল,
নিয়েছে ইজ্জত দুই লাখ মা বোনের, উড়িয়েছে খুলী।
এমনি করে টানা নয় মাস
চলেছে অত্যাচার।
বীর বাঙালীরাও বসে ছিলনা
হাতে তুলে নিয়েছিল হাতিয়ার।
৩০ লক্ষ শহীদের বিনিময়ে
আমাদের হয়েছে জয়।
১৬ই ডিসেম্বর তারা করেছে আত্নসমার্পন,
কারণ মনে ছিল মরনের ভয়।
সেই বাঙালীর উত্তরসরী তুমি,
মাথা নীচু করে কেন হাঁটো।
যুদ্ধাপরাধী – আছে যত বাংলাতে সব যাবে ভেসে,
১৯৭১ এর ন্যায় আবার গর্জে যদি ওঠে।

গণহত্যা দিবস নিয়ে কবিতা ২
দানব নামে রাজপথে, বিভিষিকাময় দানব
ঘুমন্ত নগরী কেঁপে উঠে, বুলেট আর বারুদে
আগুনের লেলিহান শিখায় জ্বলে ঘরবাড়ি।
লাশের স্তুপ চারদিক;
নারী,শিশু,পঙ্গু ,যুবা, পুরুষ।
হায়েনার ছোবলে বাদ যায়নি নিরীহ পথচারি,
আর ফুটপাতের ঘুমন্ত বৃদ্ধা,
রিক্সাওয়ালা। ২৫শে মার্চ,১৯৭১ ঢাকা।
রণহুঙ্কারে কাঁপে মাটি।
২৫ মার্চ গণহত্যা দিবস ছোট কবিতা
ইয়াহিয়ার দোসর জুলফিকার ভূট্টো,
টিক্কা খান,সেনা কমান্ডার আরবাব
ঢাকায় চালায় গণহত্যা। মানুষ নয়,
মাটি চাই এই তাদের পোড়া মাটি নীতি
অপারেশন সার্চলাইট নামে অন্ধকার রজনীতে
আলোর শিখা যায় দেখা, কামানের স্ফুলিঙ্গে।
মানুষের লাশ পড়ে চাপা, ট্যাঙ্কের তলায়।
আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনারা যে কবিতাগুলো পেয়েছেন আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের পর সবার সাথে শেয়ার করুন যাতে সবাই 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কবিতা পড়তে পারে।
আরো পড়ুনঃ কম দামে বেবি বাউন্সার সরাসরি কিনতে ক্লিক করুন – এখনই কিনুন
আরো পড়ুনঃ মিনি ক্যামেরা গোপন ক্যামেরা কিনতে ক্লিক করুন – এখনই করুন
আরো পড়ুনঃ কলম ক্যামেরা কিনতে ক্লিক করুন – এখনই করুন