আঠারো বছর বয়স কবিতা

আঠারো বছর বয়স কবিতা । কোন কাব্যগ্রন্থের ব্যাখ্যা সৃজনশীল প্রশ্নের উত্তর

আঠারো বছর বয়স কবিতা

আঠারো বছর বয়স

  • সুকান্ত ভট্টাচার্য—ছাড়পত্র
    আঠারো বছর বয়স কী দুঃসহ
    র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
    আঠারো বছর বয়সেই অহরহ
    বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠরো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।

তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

আঠারো বছর বয়স কবিতা

আঠারো বছর বয়স কবিতার ব্যাখ্যা

এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়সে অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত।

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

ইন্টারনেট ব্যবহার করে আপনি এই প্রশ্নের উত্তরটি জানতে পারবেন গুগল থেকে সহজেই আপনি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক সকল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর গুলো জানতে পারবেন।

আঠারো বছর বয়স দুঃসহ কেন

কবিতা আঠারো বছর বয়স কবিতার মাধ্যমে তারুণ্যের জয়গান গেয়েছেন তারুণ্য কি কি করতে পারে তার অন্য কোন বিষয় গুলোকে সহজেই অর্জন করতে পারে আঠারো বছর বয়স কবিতার মাধ্যমে কবিতা বুঝিয়ে দিয়েছেন।

আঠারো বছর বয়স কবিতা

আঠারো বছর বয়স কবিতা কোন কাব্যগ্রন্থের

বাংলা সাহিত্যের অন্যতম কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।

আঠারো বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

আঠারো বছর বয়স সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আপনি ইন্টারনেট ব্যবহার করে খুজে পেয়ে যাবেন আবার এখন সৃজনশীল প্রশ্ন ও উত্তর গাইড বের হয়েছে আপনি সেখান থেকে প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারেন।

আরো পড়ুনঃ মোটা হওয়ার ঔষধের নাম ও দাম

আরও পড়ুন: মেয়েদের দু-ধ বড় করার ঔষধের নাম ও দাম

আঠারো বছর বয়স কবিতা লিরিক্স

ইউটিউবে আঠারো বছর বয়স কবিতা নিয়ে অনেকগুলো কবিতা আবৃতি রয়েছে আপনি কিন্তু ইউটিউব থেকে সহজে আঠারো বছর বয়স কবিতার ইলেকশন দেখে নিতে পারেন।

আঠারো বছর বয়স কবিতার অনুধাবন প্রশ্ন

18 বয়স বয়সের কবিতা অনুধাবন প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন তথ্য গুগল থেকে খুজে নিতে পারেন অথবা আপনি আপনার ক্লাস টিচারের কাছ থেকে খুঁজে নিতে পারেন আশা করি এগুলো আপনাকে সহায়তা করবে।

আঠারো বছর বয়স কবিতা আবৃত্তি

কবিতা আবৃত্তি শুনতে আমাদের সকলেই ভালো লাগে আর সেটা যদি হয় বিদ্রোহী কবিতার আবৃতি হিসেবে চলতে তো অনেক বেশী ভালো লাগবে আপনি ইউটিউব থেকে সহজেই আঠারো বছর বয়স কবিতা আবৃতি দেখে নিতে পারবেন শুনে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *