কবিতা অতীতের স্মৃতি
লেখাঃ গাজী ভাই
কেহ কাদলে আমি হাসি এটা সত্যি কথা নয়,
কেহ কাদলে আমি ভিত থাকি আমারও হয় ভয়।
যদি আমায় কখনো এভাবে কেদে যেতে হয়।
পৃথিবীটা সুন্দর হলেও পাপের ক্ষমা নেই নিশ্চয়।।
কেহ কাঁদলে আমার অতীত টাকে মনে পড়ে যায়,
যদি ভুল করি কোন তবে কাঁদতে হবে নিশ্চয়।
পৃথিবীটা কোন পাপের ক্ষমা নাহি দেয়।
কেহ কাঁদলে আমি ভীত থাকি আমারও হয় ভয়।
কেহ কাঁদলে আমি হাসি এটা সত্যি কথা নয়।।
দুঃখ পেয়ে অতীত যারা মনে করে যায়, তাদের দুঃখ চিরকালই রয়
বতমানে যা আছে যত্ন কর তবে, দেখবে রত্ন মিলে যাবে।
অতীত নিয়ে ভেবে সময় কাটিও না তয়
কেহ কাদলে আমি হাসি এটা সত্যি কথা নয়।।
অতীতে ভুল করলে সেটা কাদাবে নিশ্চয়।
যদি অতীত ভুলে থাকাও দাও
এটাও মনে রাখতে হবে, বাচতে হবে তোমায়
দুঃখ নিয়ে ঘর না করে সুখের আসায়।
কেহ কাদলে আমি হাসি এটা সত্যি কথা নয়।

আরো পড়ুনঃ মোটা হওয়ার ইন্ডিয়ান গুড হেলথ কিনতে ক্লিক – এখনই কিনুন
আরো পড়ুনঃ লম্বা হওয়ার ঔষধ কিনতে ক্লিক- এখনই কিনুন