গাজী ভাই

জীবনের ভুলগুলো – গা।জী।ভা।ই

জীবনের ভুলগুলো
গা।জী।ভা।ই

আচ্ছা শুনবে”
আমার একটা গল্প মনে পরেছে!
ওই যে কে যেন লিখেছিলো – কি যেন নাম,
সেদিন বিকালে পরেছিলাম – নাম থাক গল্পটা বলি।

ইশ’ খুব বেশি মনে নেই তবে সেই মানুষটা!
ছেলে না কি মেয়ে হবে – সুন্দর ছাড়া কিচ্ছুটি নিতো না।
কিন্তু সবাই কি আর সুন্দর হয়!
মানুষ প্রথম দর্শনে তো সুধু রংটাই চোখে পরে!
গায়ের রং কি শুধু একটা আবরন নয়?

তার বাবা নাকি সেবার গিয়ে ছিলো!
তার আদরের সোনাটা লুকিয়ে রয়েছে,ঝোপ ঝঞ্জালের নিচে!
আহ মানুষ গুলো এমন কেন, হেয়ালিতে সব ছুড়ে মারে,
আবার খুজে যখন সব হারিয়ে যায়!

আচ্ছা শুনো”
তুমিও কি হারিয়ে যাবে, যাও বহু দূরে।
গল্পের মত নয়” বাস্তবে ভেবে নেবো তুমি মৃত।
কারন মৃত্যুতেই সব শেষ হয় সমস্ত কিছু।
ভেবে নিবো তুমি জীবন্ত মৃত, তবে শোনো!
গায়ের রং শুধুই একটা আবরন – দ্বীর্ঘশ্বাস