মাগরিবের নামাজ কয় রাকাত

মহান আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন এর মধ্যে একটি অর্থ হলো মাগরিবের ওয়াক্ত মাগরিবের নামাজ পড়া হয়ে থাকে সূর্য অস্ত যাওয়ার পরে আজকের আর্টিকেলটিতে আমরা জানবো মাগরিবের নামাজ কয় রাকাত এবং মাগরিবের নামাজের নিয়ত এছাড়াও মাগরিবের নামাজের শেষ সময় জানবো এবং মাগরিবের নামাজের নিয়ম তো চলুন মাগরিবের নামাজের নিয়ত বাংলা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে থেকে জেনে নেয়া যাক।

মাগরিবের নামাজ কয় রাকাত


মাগরিব নামাজ মূলত মোট হচ্ছে পাঁচ রাকাত তবে অনেকেই বলে থাকেন মাগরিবের নামাজ মোট 7 রাকাত যার মধ্যে ফরজ তিন রাকাত এবং সুন্নত দুই রাকাত নফল দুই রাকাত তবে অধিকাংশ নফল নামাজ পড়া বাধ্যতামূলক নয় যার ফলে মাগরিবের নামাজ ৫ রাকায়ত আদায় করা হয়।

আরোপড়ুনঃ 15 দিনেউচ্চতাবাড়ানোরঔষধকিনুনমাত্র৭০০টাকায়

একটু সতর্কতার সাথে লক্ষ্য রাখবেন মাগরিবের নামাজের ফরজ নামাজের ৩ রাকাত এবং সুন্নত দুই রাকাত পড়া বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে এর বাহিরে সুন্নত নামাজের শেষে বাকি দুই রাকাত নফল নামাজ আদায় করে থাকে তবে বর্তমান সময়ে অধিকাংশই আদায় করে থাকে না অতএব মাগরিবের নামাজ কয় রাকাত বললে ভুল হবে না।

মাগরিবের নামাজের নিয়ত

মাগরিবের নামাজের নিয়ত


উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবে ফারযুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।

মাগরিবের নামাজের শেষ সময়


মাগরিব: সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষন লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে। ইশা: মাগরিবের সময় শেষ হলেই ইশার ওয়াক্ত শুরু হয় এবং সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে।

আরোপড়ুন:15 দিনেনিজেরওজনকমানোরঔষধকিনুনমাত্র৯০০টাকায়

মাগরিবের নামাজের নিয়ম


মাগরিব নামাজ মোট সাত রাকাত। তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল নিয়ে গঠিত[১]। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে শুধুমাত্র তিন রাকাত ফরজ আদায় করতে পারে।

তবে এদের মধ্যে বাধ্যতামূলক হচ্ছে ফরজ ৩ রাকাত এবং সুন্নত ২ রাকাত নফল পড়ে থাকে আবার অনেকেই নফল পড়ে থাকে না সুতরাং আপনাকে ধরে নিতে হবে মাগরিবের নামাজ বাধ্যতামূলক করা উচিত পাশে থাকা বাধ্যতামূলক করতে হবে 5 রাকায়ত যার ৩ রাকাত ফরজ দুই রাকাত সুন্নত।

মাগরিবের নামাজের শেষ সময়

মাগরিবের নামাজের নিয়ত বাংলা


অনুবাদ: মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।

মাগরিবের নামাজের নিয়ম


মাগরিব নামাজ মোট সাত রাকাত। তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল নিয়ে গঠিত[১]। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে শুধুমাত্র তিন রাকাত ফরজ আদায় করতে পারে।

আরো পরুনঃ অপু বিশ্বাসের মোবাইল নাম্বার

মাগরিবের নামাজের নিয়ত আরবি


উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবে ফারযুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।

মাগরিবের নামাজের নিয়ম

মাগরিবের নামাজের সময় কতটুকু

আমরা দৈনিক পাঁচবার নামাজ আদায় করে থাকি এর মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত সময় হচ্ছে মাগরিব এর। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই সময় শেষ হয়ে যায়। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাযের আযান দেয়া হয় এবং আকাশে যে আভা থাকে এই আভা দুর হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে।

আরো পরুনঃ লম্বা হওয়ার উপায়: মাত্র ৭ দিনে লম্বা হবেন

আমাদের সকলেরই উচিত মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া নয়তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যেতে পারে মাগরিবের নামাজের আজানের পরে অজু করে নামাজ আদায় করে নেয়া সবচাইতে ভালো।

মাগরিবের নামাজের পর নফল নামাজ

ইসলামি শরিয়তের পরিভাষায় মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর যে নফল নামাজ পড়া হয়- তাকে আওয়াবিন নামাজ বলে। … হাদিসে ‘সালাতুল আওয়াবিন’ নামে এই নামাজের উল্লেখ করা হয়েছে।

নিয়মিত আওয়াবিন পড়লে বেহেশতে ঘর তৈরি করা হয়। আম্মাজান হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মাগরিবের পর বিশ রাকাত নফল নামাজ পড়বে আল্লাহতায়ালা তার জন্য বেহেশতে একটি ঘর প্রতিষ্ঠিত করবেন (অর্থাৎ সে বেহেশতে যাবে)।’ -তিরমিজি: ১/৯৮

মাগরিবের নামাজের নিয়ত বাংলা

আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু হবে মাগরিব নামাজের ওয়াক্ত কখন শেষ হবে মাগরিব নামাজ কিভাবে পড়তে হবে মাগরিব নামাজ পড়ার নিয়ম এগুলো সম্পর্কে বিস্তারিত সুন্দর ভাবে উল্লেখ করা রয়েছে।

আমাদের আর্টিকেলটিতে মাগরিব নামাজের নিয়ত আরবিতে এবং বাংলায় দুটি দেওয়া রয়েছে আপনি সহজেই এগুলো পড়ে মুখস্থ করে নিতে পারবেন আশা করি মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু হয় মাগরিব নামাজ কিভাবে পড়তে হয় মাগরিব নামাজের নিয়ম-কানুন আপনি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে সহি শুদ্ধভাবে জানতে পারবেন।

মাগরিবের নামাজ সম্পর্কিত আপনার যদি আরো কোন প্রশ্ন জানার থাকে বা জিজ্ঞাসা থাকে সেটি কমেন্টের মাধ্যমে করতে পারেন আশা করি অনুরাশি কমেন্টের সঠিক উত্তর দেয়ার চেষ্টা করবে আর নয়তো আমরা সঠিক উত্তর দেয়ার চেষ্টা করব।

আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তাহলে মাগরিব নামাজের পরে অনলাইনে কেনাকাটা করতে পারেন কারন মাগরিব নামাজের পরের সময় কেউ আমাদের অবসর সময় থাকে এই সময়টিতে আপনি যাচাই-বাছাই করে অনলাইনে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন আমাদের থেকে কেনাকাটা করার ঠিকানা হচ্ছে www.gazivai.com এই ওয়েবসাইটটিতে গেলে আপনি সকল ধরনের পণ্য সামগ্রী খুব সহজেই পেয়ে যাবেন