সালাতুল তাসবিহ নামাজের সময় কখন

সালাতুল তাসবিহ নামাজের সময় কখন

সালাতুল তাসবিহ নামাজের সময় কখন সালাতুত তসবি নামাজের গুরুত্ব অনেক বেশি আজকের আজকাল আমরা জানবো সালাতুল তাজবি নামাজ কখন পড়তে হয় এবং সালাতুল তাজবি নামাজ পড়ার নিয়মাবলী সম্পর্কে দু’চারটি থেকে সালাতুত তসবি নামাজ সম্পর্কে বিশদভাবে জেনে নেয়া যাক।

সালাতুল তাসবিহ নামাজের সময় কখন

রাসুল (সা.) তার চাচা হজরত আব্বাস (রা.)-কে বলেন, ‘চাচা, পারলে আপনি সালাতুল তাসবিহ নামাজ সপ্তাহে একবার, তাও না হলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার পড়বেন। তাতেও অক্ষম হলে অন্তত জীবনে একবার হলেও এ নামাজ পড়বেন। এ নামাজ দ্বারা জীবনের ছোট, বড়, স্বেচ্ছায়, অনিচ্ছায়, নতুন, পুরনো, গোপন, প্রকাশ্য সব রকম অপরাধ মাফ হয়ে যায়।

সালাতুত তাসবীহ চার রাকাত। প্রতি রাকাতে ‘সুবাহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার’ তাসবীহগুলো ৭৫ বার পড়তে হয়। চার রাকাতে মোট ৩০০ বার পড়তে হয়।

প্রথম রাকাতে সানা পড়ার পর ১৫ বার পড়তে হবে-
(سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ )
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
তারপর সূরা ফাতিহা তারপর কোরআন থেকে কেরাত পাঠ (সুরা মিলানো) সম্পন্ন হবার পর

দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার পুর্বে ১০ বার।
রুকু করবে এবং রুকু অবস্থায় দোয়ার পর (এ তাসবিহ) ১০ বার পাঠ করতে হবে।
রুকু থেকে মাথা ওঠানোর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (রাব্বানা লাকাল হামদ পড়ার পর)এ তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।।
তারপর সিজদায় যাবে এবং সিজদা অবস্থায় এ তাসবীহ ১০ বার পাঠ করবে।
সিজদা থেকে মাথা ওঠানোর পর ১০ বার।
পুনরায় সিজদা গিয়ে ১০ বার
সিজদা থেকে মাথা ওঠিয়ে আবার দ্বিতীয় রাকাতে একি ভাবে তাসবিহ পাঠ করতে হবে।
এ তাসবিহ প্রত্যেক রাকাআতে ৭৫ বার করে ৪ রাকাআত নামাজের প্রতি রাকাআতেই এক নিয়ম অনুসারে আদায় করতে হবে।

প্রিয় পাঠক আমাদের আর্টিকেলগুলো মানোন্নয়নের আর কোন কোন বিষয়ে মানোন্নয়ন করা উচিত সে বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে জানাতে পারেন আমাদের আর্টিকেল গুলোকে আমরা সব সময় আপনাদের থেকে মূল্যবান পরামর্শ আশা করে থাকি।

আমাদের আর্টিকেল গুলোতে আমরা যে সকল তথ্য উপস্থাপন করি কতগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত সুতরাং সেগুলো সম্পর্কে আপনার যেকোন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন।

আশা করি আমাদের আর্টিকেলে সম্পর্কে আমাদের আর্টিকেল এর গনিত প্রশ্ন জিজ্ঞাসা সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে অবশ্য আমাদেরকে লিখে জানিয়ে দিন একসময় আমরা সঠিক তথ্য গুলো জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি।