সুখ কবিতা

সুখ কবিতা ২টি কামিনী রায় ও কায়কোবাদ

সুখ কবিতা নিয়ে আমরা আজকের আর্টিকেলটি আমরা জানবো এবং সুখ কবিতা কামিনী রায় ও সুখ কবিতা কায়কোবাদ এছাড়াও সুখ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে তো চলুন এ সম্পর্কে জেনে নেয়া যাক।

সুখ কবিতা

আর্টিকেলটিতে দুটি সুখ কবিতা তুলে ধরা হলেও একটি হচ্ছে কবি কায়কোবাদের লেখা আরেকটি হচ্ছে কবি কামিনী রায়ের লেখা দুটি কবিতার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া রয়েছে আশাকরি আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখে নেবেন

সুখ কবিতা কামিনী রায়

সুখ
কামিনী রায়
নাই কিরেসুখ?নাই কিরে সুখ?-
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?-
বল ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে-
. না-, না-, না-, মানবের তরে
.আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর
. না সৃজিলা বিধি কাঁদাতে নরে ।
কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া
সমর-অঙ্গন সংসার এই,
.যাও বীরবেশে কর গিয়া রণ;
যে জিনিবে সুখ লভিবে সে-ই ।
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
.তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও ।
পরের কারণে মরণেও সুখ;
‘সুখ”সুখ’করি কেঁদ না আর,
.যতই কাঁদিবে, যতই ভাবিবে
. ততই বাড়িবে হৃদয় ভার ।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী’পরে,
.সকলের তরে সকলে আমরা,
. প্রত্যেকে মোরা পরের তরে ।

সুখ কবিতা কামিনী রায়

আরো পড়ুনঃ মেয়েদের ৩০,৩২,৩৪, ফোম কাপ ব্রা সরাসরি কিনতে ক্লিক – এখনই কিনুন

সুখ কবিতা কায়কোবাদ

সুখ সুখ” বলে তুমি, কেন কর হা-হুতাশ,
. সুখ ত পাবে না কোথা, বৃথা সে সুখের আশ!
. পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল,
. জল ত মিলে না সেথা, মরীচিকা করে ছল!
.তেমতি এ বিশ্ব মাঝে, সুখ ত পাবে না তুমি,
. মরীচিকা প্রায় সুখ, – এ বিশ্ব যে মরুভূমি!
. ধন রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই,
. সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই!
.‘আমিত্ব’কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,
. পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!
নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,
. মুছালে পরের অশ্রু – ঘুচালে পরের ব্যথা!
আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে,
. বিদূরিলে পর দূঃখ সকালে বিকালে সাঁঝে!
তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি,
. যা রুপিবে – তাই পাবে, সংসার যে কর্মভূমি!

সুখ কবিতা কায়কোবাদ

সুখ কবিতার কবি কে

সুখ কবিতার লেখক কে নিয়ে অনেকেই প্রশ্ন করেন দুটি সুখ কবিতা রয়েছে তবে সুখ কবিতার মূল লেখক ভাবা হয় কামিনী রায় কে কামিনী রায়ের লেখা কবিতা।

সুখ কবিতার লেখক কে

তবে সুখ নিয়ে মহাকবি কায়কোবাদের একটি কবিতা রয়েছে তবে দুটি কবিতা মধ্যে কোন কবিতাটি কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় সে সম্পর্কে আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি তবে কবি কায়কোবাদের বলা হয় বাংলা কাব্যের মহাকবি।

সুখ কবিতা আবৃত্তি

ইউটিউব এ আপনি এই বিখ্যাত দুটি কবিতা আবৃতি সহজেই পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখে নিতে পারেন বাংলার অন্যতম দুটি কবিতা আবৃতি।

সুখ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
সুখ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত

কামিনী রায়ের সুখ কবিতা

কামিনী রায়ের লেখা সুখ কবিতাটি ইতিমধ্যেই আমরা আর্টিকেলের প্রথম অংশ তুলে ধরেছি আর্টিকেলে প্রথম অংশ থেকে আপনি পড়ে নিতে পারেন কামিনী রায়ের কবিতা

সুখ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত

কামিনী রায় লেখা সুখ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সম্পর্কে সঠিক তথ্যটি আমরা সংগ্রহ করতে পারেনি তবে আপনি যদি কামিনী রায়ের লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এ সম্পর্কে কোনো সঠিক তথ্য থেকে থাকে তথ্যটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন এবং সঠিক হতে হবে।

আরো পড়ুনঃ লম্বা হওয়ার ঔষধের দাম 600 টাকা এখনই পরুন

সুখ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে

সুখ নিয়ে কবিতা ইতিমধ্যে আমরা তুলে ধরেছি এবং সুখ সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর এবং কবিতার লেখক সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমরা আর্টিকেলটিতে তুলে ধরেছি।

আমাদের উপরে বর্ণিত আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে কিংবা কোন জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন লিখে জানিয়ে দিতে পারে ন\

আরো পড়ুনঃ আর এফ এল কোম্পানি চাকরি ?মাসে বেতন কত

আরো পড়ুনঃ প্রান কোম্পানি চাকরি ? মাসে বেতন কত