সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ । সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ ছবি । সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ । সূরা ফালাক বাংলা অনুবাদ সহ

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ , সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ ছবি ,সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অর্থ , সূরা ফালাক বাংলা অর্থসহ , সূরা ফালাক বাংলা অনুবাদ সহ , সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ

সূরা আল- ফালাক কোরআন মাজিদের ১১৩ নম্বার সূরা । এই সূরার মোট আয়াত সংখ্যা ৫ টি । সূরা আল- ফালাক এর বাংলা অর্থ- নিশিভোর । সূরা আল- ফালাক মাক্কায় অবতীর্ণ হয়েছে ।

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ

নীচে সূরা আল– ফালাক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে । ও এর সঙ্গে সূরা আল- ফালাক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে ।
সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অর্থ সহ ।

সূরা ফালাক এর আরবী উচ্চারণ ।
সূরা ফালাকের ৫ টি আয়াতের আরবী উচ্চারণ দেওয়া হয়েছে ।
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

সূরা ফালাক এর বাংলা উচ্চারণ ।
সূরা ফালাকের ৫ টি আয়াতের বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে ।

১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
২) মিন শাররি মা- খালাক ।
৩) ওয়া মিন শাররি গা- ছিকিন ইযা- ওয়াকাব ।
৪) ওয়া মিন শাররিন নাফফা- ছা- তি ফিল ‘ উকাদ ।
৫) ওয়া মিন শাররি হা- ছিদিন ইযা– হাছাদ ।

সূরা ফালাক এর বাংলা অর্থ ।
সূরা ফালাকের ৫ টি আয়াতের বাংলা অর্থ দেওয়া হয়েছে ।

১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ।

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ

সূরা ফালাক বাংলা অনুবাদ সহ

সূরা আল- ফালাক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে । ওখান থেকে অতি সহজে সূরা আল- ফালাক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন ।
সূরা ফালাক এর সংক্ষেপে বাংলা অনুবাদ ও তাফসীর দেওয়া হয়েছে ।

তাফসীরে সালাবীতে হযরত ইবনে আব্বাস( রাঃ) ও হযরত আয়েশা( রাঃ) হতে বর্ণিত আছে যে, ইয়াহূদীদের একটা ছেলে রাসূলুল্লাহ( সঃ)- এর খিদমত করতো । ঐ ছেলেটিকে ফুসলিয়ে ইয়াহুদীরা রাসূলুল্লাহর( সঃ) কয়েকটি চুল এবং তাঁর চুল আঁচড়াবার চিরুনীর কয়েকটি দাঁত হস্তগত করে । তারপর তারা ওগুলোতে যাদু করে । এ কাজে সবচেয়ে বেশী সচেষ্ট ছিল লুবাইদ ইবনে আসাম ।

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ অর্থ

এরপর যাদুর গ্রন্থি বা সুরাইক যারওয়ান নামক কূপে স্থাপন করে । অতঃপর রাসূলুল্লাহ( সঃ) অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রীদের কাছে গমন না করেও তাঁর মনে হতো যে তিনি তাদের কাছে গমন করেছেন । এইমন ভুলো অবস্থা দূরীকরণের জন্যে রাসূলুল্লাহ( সঃ) সচেষ্ট ছিলেন, কিন্তু এরকম অবস্থা হওয়ার কারণ তাঁর জানা ছিল না । ছয় মাস পর্যন্ত ঐ একই অবস্থা চলতে থাকে ।

তারপর উপরোল্লিখিত ঘটনা ঘটে । দুজন ফেরেশতা এসে কথােপকথনের মাধ্যমে রাসূলুল্লাহ( সঃ) কে প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতন করেন । রাসূলুল্লাহ( সঃ) তখন হযরত আলী( রাঃ), হযরত যুবায়ের( রাঃ) এবং হযরত আম্মার( রাঃ) কে পাঠিয়ে কূপ থেকে যাদুর গ্রন্থিগুলো বের করিয়ে আনেন । ঐ যাদুকৃত জিনিষগুলোর মধ্যে একটি ধনুকের রঞ্জু ছিল, তাতে ছিল বারোটি গ্রন্থি বা গেরো । প্রত্যেক গেরোতে একটি করে সূচ বিদ্ধ করে দেয়া হয়েছিল ।

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ
সূরা ফালাক বাংলা উচ্চারণ

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ ছবি

তারপর আল্লাহতা’আলা এ সূরা দু’টি অবতীর্ণ করেন । রাসূলুল্লাহ( সঃ) এ সূরা দু’টির এক একটি আয়াত পাঠ করছিলেন আর ঐ গ্রন্থিসমূহ একটি একটি করে আপনা আপনি খুলে যাচ্ছিল । সূরাদু’টি পূর্ণ হওয়ার সাথে সাথে সমস্ত গেরোই খুলে যায় এবং রাসূলুল্লাহ( সঃ) সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন । এদিকে হযরত জিবরাঈল( আঃ) উপরোল্লিখিতদু’আ পাঠ করেন ।

সাহাবীগণ রাসূলুল্লাহ( সঃ) কে বলেনঃ “ হে আল্লাহর রাসূল( সঃ)! আমরা কি ঐ নরাধমকে ধরে হত্যা করে ফেলবো রাসূলুল্লাহ( সঃ) উত্তরে বললেনঃ “ না, আল্লাহ তাবারাকা ওয়াতা’আলা আমাকে আরোগ্য দান করেছেন । আমি মানুষের মধ্যে অনিষ্ট ও বিবাদ ফাসাদ সৃষ্টি করতে চাই না । ” এ বর্ণনায় গারাবাত ও নাকারাত রয়েছে । এ সব ব্যাপারে আল্লাহতা’আলাই সবচেয়ে ভাল জানেন ।