সেপটিক ট্যাংক ডিজাইন

সেপটিক ট্যাংক ডিজাইন ? সেপটিক ট্যাংক কেন বিস্ফোরণ হয়

গগনচুম্বী আকাশ গুলোর নিচে অর্থাৎ বেজমেন্টে একটি পানি ধরে রাখার ট্যাংক তৈরি করা হয়ে থাকে এটিকে বলা হয়ে থাকে সেপটিক ট্যাংক আজকের আর্টিকেলটিতে আমরা জানবো সেপটিক ট্যাংক কি এবং সেপটিক ট্যাংক ডিজাইন এছাড়াও সেপটিক ট্যাংক এর হিসাব সম্পর্কে জেনে নেয়া যাক

সেপটিক ট্যাংক কি

ভবন তৈরির সময় ভবনের বেজমেন্টে বা নিচের একেবারে মাটির তলার অংশে একটি পানি রাখার ট্যাংকি তৈরি করা হয়ে থাকে সহজে পানি রাখার স্ট্যান্ড থেকে বেজমেন্টের সেপটিক ট্যাংক বলা হয় সেপটিক ট্যাংক সম্পর্কে নানান তথ্য থাকে ধারাবাহিকভাবে।

সেপটিক ট্যাংক ডিজাইন

সেপটিক ট্যাংক ডিজাইন

সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮ গুণ ধরতে হবে ।
-. ভিত্তিতে ১৩৬ অথবা ১২৪ অনুপাতে সিসি ঢালাই করতে হবে ।
-. সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক ট্যাংক নির্মাণ করতে হবে ।
-. ভিতরের দেওয়ালে ১৩ অনুপাতে ১২ মিমি পুরুত্বে প্লাস্টার করতে হবে ।
-. সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে ।
-সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা উচিত । এ বিষয়গুলোয় একটু নজর দিলেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে ।

সেপটিক ট্যাংক ডিজাইন
  • আসুন সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে শিখি
    ধরি,

আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক
তৈরী করবো.
আমাদের দেশে সিউয়েজের সর্বোচ্চ হার
গড়ে দৈনিক প্রতিজনের জন্য ৯০ লিটার থেকে
১২০ লিটার পর্যন্ত ধরা হয় ।
সুতরাং আমরা ধরি,
জনপ্রতি দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহের হার =
১১০ লিটার ।
সুতরাং দৈনিক মোট সিউয়েজের পরিমাণ = (১০০ × ১১০)
= ১১০০০ লিটার ।

= ৩৮৮.৪৬ ঘনফুট ।
অবরোধকাল ধরলাম = ১ দিন ।
সুতরাং কক্ষের তরল ধারণ ক্ষমতা = (৩৮৮.৪৬ × ১)
= ৩৮৮.৪৬ ঘনফুট ।
মনেকরি, কক্ষে তরলের গভীরতা = ৪ ফুট ।
কক্ষের তলের ক্ষেত্রফল = (৩৮৮.৪৬ ÷ ৪) =
৯৭.১১ বর্গফুট ।

সেপটিক ট্যাংক ডিজাইন

মনেকরি, ট্যাংকের প্রস্থ = B
এবং দৈর্ঘ্য = L = ৩B
সুতরাং তলের ক্ষেত্রফল = B × ৩B = ৩B ²
সুতরাং ৩B ² = ৯৭.১১
বা, B ² = (৯৭.১১ ÷ ৩) = ৩২.৩৭
বা, B = √৩২.৩৭
সুতরাং B = ৫.৬৮ ফুট
সুতরাং L = ৩B = ৩ ×৫.৬৮ = ১৭.০৪ ফুট
মুক্ত এলাকার গভীরতা২.৫০ ফুট ধরা হলে, মোট
গভীরতা হবে = (৪২.৫০) = ৬.৫০ ফুট ।
সুতরাং সেপটিক ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ
× গভীরতা
= (১৭.০৪ ×৫.৬৮ ×৬.৫০) ফুট ।

সুতরাং ১০০ জন ব্যবহারকারীর জন্য সেফটিক
ট্যাংকের আয়তন হবে = (১৭.০৪ ×৫.৬৮ ×৬.৫০) ফুট ।
★ শেয়ার করে রেখে দিন কাজে আসবে । ।

সেপটিক ট্যাংক এর হিসাব

সেপটিক ট্যাংকের নানা হিসাব আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি এগুলো আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে।

সেপটিক ট্যাংক সাইজ

আর্টিকেলটির উপরের অংশে বিশদভাবে সেপটিক ট্যাংক সম্পর্কে নানান তথ্য তুলে ধরে রয়েছে নানা হিসাব-নিকাশ ধরা হয়েছে আশাকরি আর্টিকেলটির উপরের অংশ ভালো করে লক্ষ্য করবেন।

সেপটিক ট্যাংক পরিস্কার

সেপটিক ট্যাংক সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মনে রাখবেন সেপটিক ট্যাংকে জমে থাকা পানি কিন্তু পুরো ফ্ল্যাটের মানুষ গুলো ব্যবহার করে থাকে তার পানি হওয়া উচিত বিশুদ্ধ এগুলো ভালোভাবে পরিষ্কার করার বিভিন্ন পদ্ধতি আপনি ইউটিউব ইন্টারনেট বা প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের নাম কি

বন্ধ নর্দমায় তথা সেপটিক ট্যাংকে বিশেষ প্রকারের মারাত্মক ধরনের গ্যাসের মিশ্রণ থাকে। এই গ্যাস মিশ্রণকে sewer gas বলা হয়ে থাকে। এই গ্যাস মিশ্রণে প্রধানত মিথেন (CH 4), হাইড্রোজেন সালফাইড (H2 S) , কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড (CO), সামান্য পরিমাণে হাইড্রোজেন সায়ানাইড (HCN) থাকে।