ইনটিমেট ট্যাবলেট এর কাজ

ইনটিমেট ট্যাবলেট এর কাজ , খাওয়ার নিয়ম

আজকের আর্টিকেলটিতে আমরা কথা বলবো ইনটিমেট ট্যাবলেট এর কাজ . ইনটিমেট 5 ট্যাবলেট এর কাজ কি এবং 5 ট্যাবলেট খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে? এছাড়াও আমরা আরো জানবো ইনটিমেট 5 ট্যাবলেট এর দাম কত এবং এটি খাবার পরে খাবার নিয়ম কখন খেতে হয় ইত্যাদি সম্পর্কে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই ইনটিমেট 5 খাওয়ার নিয়ম।

ইনটিমেট ট্যাবলেট এর কাজ

ইনটিমেট ট্যাবলেট এর কাজ


ইনটিমেট ফসফোডাইএষ্টারেজ টাইপ ৫ (PDE5) এর নির্দেশিত প্রতিরোধক। PDE5 প্রতিরোধের ফলে মসৃন পেশীতে cGMP এর পরিমাণ বৃদ্ধি পায়। cGMP মসৃন পেশীকে প্রশমিত করে দেয় এবং কর্পাস ক্যাভার্নোসামে রক্তের প্রবাহ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে পেনাইল ইরেকশন ঘটায়। PDE5 প্রোস্টেট এবং মূত্রথলির মসৃন পেশীতেও উপস্থিত থাকে। PDE5 এর পরিমাণ কমে যাওয়ার ফলে cGMP এর পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে প্রোস্টেট এবং মূত্রথলির মসৃন পেশী প্রশমিত হয়। মসৃন পেশীর প্রশমনের ফলে মূত্রনালীতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং মূত্রথলির মুখ পুরাপুরি খুলে যায়, ফলে মূত্র নির্গমন বৃদ্ধি পায়।

ইনটিমেট ট্যাবলেট এর কাজ

আরো পড়ুনঃ টাইটান জেল পুরুষের লিঙ্গ ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত বড় ও মোটা করে।

ব্যবহার
ইরেকটাইল ডিসফাংশন (ED) এর চিকিৎসায় নির্দেশিত।

prostatic hyperplasia (BPH) উপসর্গ চিকিত্সার জন্য নির্দেশিত হয়।

পুরুষাঙ্গ উত্থানজনিত কর্মহীনতার চিকিত্সার জন্য এবং সৌম্য প্রোস্ট্যাটিক হাইপারপ্লাজিয়ার লক্ষণ (ইডি / বিপিএইচ) এর জন্য নির্দেশিত হয়।

আরো পড়ুনঃ করার মারাল জেল কিনতে ক্লিক- এখনই কিনুন

Intimate Tablet in bangla


বাণিজ্যিক নাম ইনটিমেট
জেনেরিক টাডালাফিল
ধরণ ট্যাবলেট
পরিমাপ 5mg, 10mg, 20mg
চিকিৎসাগত শ্রেণি Drugs for Erectile Dysfunction
উৎপাদনকারী Square Pharmaceuticals Ltd
উপলভ্য দেশ India, Bangladesh
সর্বশেষ সম্পাদনা June 23, 2021 at 9:00 am
সুচিপত্র
ইনটিমেট
কাজ
খাওয়ার নিয়ম
পার্শ্বপ্রতিক্রিয়া
সতর্কতা
মিথস্ক্রিয়া
গর্ভাবস্থাকালীন ব্যবহার
তীব্র ওভারডোজ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
বৈপরীত্য
সংরক্ষণ


ইনটিমেট খাওয়ার নিয়ম

প্রাথমিকভাবে বেশির ভাগ রােগীর ক্ষেত্রে ইনটিমেট ১০ মি.গ্রা. যৌন উত্তেজনা বৃদ্ধিতে নির্দেশিত হয়।
প্রত্যেক রােগীর সহনশীলতা এবং কার্যক্ষমতা এর উপর নির্ভর করে মাত্রা ২০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা ৫ মি.গ্রা এ কমিয়ে আনা যেতে পারে।
বেশির ভাগ রােগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহারের মাত্রা দিনে একবার ।
খাদ্যের সাথে ব্যবহার: ইনটিমেট সেবনের উপর খাদ্য গ্রহণের তেমন প্রভাব নেই।
বয়ষ্ক রােগীর ক্ষেত্রে: ৬৫ বছরের অধিক বয়ষ্ক রােগীদের ক্ষেত্রে ডােজের সমন্বয় করার প্রয়ােজন নেই।

খাবারের বিষয়ে বিবেচনা না করে ইনটিমেট গ্রহণ করা যেতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া


শারীরিক-হাইপারসেনসিটিভিটি রিএকশন যার মধ্যে রয়েছে, র‍্যাশ, আরটিকারিয়া, ফেশিয়াল, ইডিমা, স্টেভেনস-জনসন সিনড্রম এবং এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। কার্ডিওভাসকুলার এবং সেরিব্রোভাসকুলারমায়ােকার্ডিয়াল ইনফ্রাকসন, সাডেন কার্ডিয়াক ডেথ, আনস্ট্যাবল এনজিনা পেকটোরিস, ভেনট্রিকুলার এরিথমিয়া, স্ট্রোক, ট্রানসিয়েন্ট ইস্কেমিক এটাকস, চেষ্ট পেইন, পালপিটেশনস এবং ট্রাকিকার্ডিয়া দেখা দিতে পারে।

যে সমস্ত রােগীদের ক্ষেত্রে এইসব ইভেন্টগুলাে হতে পারে তাদের পূর্ব হতেই কার্ডিওভাসকুলার ঝুঁকি ছিল। হাইপােটেনশন (হাইপারটেনিসিভ এজেন্ট এর সাথে ইনটিমেট নিলে রােগীদের সাধারণত এটি হয়ে থাকে), সাইনকোপ।

ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যু- হাইপারহাইড্রোসিস (ঘাম ঝরা) গ্যাসট্রোইনটেসটিনাল- পেট ব্যথা এবং গ্যাসট্রোইসােফেজিয়াল রিফ্লাক্স।

নারভাস সিস্টেম- মাইগ্রেন, ট্রানসিয়েন্ট গােবাল এমনেসিয়া। রেসপিরেটোরি সিস্টেম ইপিস্টেক্সিস (নাক দিয়ে রক্ত পড়া)।

স্পেশিয়াল সেনসেস- ব্লার্ড ভিশন, নিউরােপ্যাথি, রেটিনাল ভেইন অকুশন, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট।

সতর্কতা
অ্যানজিনা, বৃক্কীয় অকার্যকারিতা, যকৃতের অকার্যকারিতা, রক্তপাত এবং নাইট্রেট, আলফা প্রতিবন্ধক, এলকোহল, CYP3A4 প্রতিরোধক (যেমন রিটোনাভির, কিটোকোনাজল, ইট্রাকোনাজল) ও অন্যান্য PDE5 এর সাথে একত্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

মিথস্ক্রিয়া
নাইট্রেট যেমন আইসোসর্বাইড, নাইট্রোগ্লিসারিন, আলফা এড্রেনার্জিক প্রতিবন্ধক, এন্টিহাইপারটেনসিভ, এলকোহল, এন্টাসিড, কিটোকোনাজল, রিটোনাভির, ইরাইথ্রোমাইসিন, ইট্রাকোনাজল, আঙ্গুরের রস, অন্যান্য এইচআইভি প্রোটিয়েস প্রতিরোধক, রিফামপিন, কার্বামাজেপিন, ফেনিটইন এবং ফেনোবার্বিটালের সাথে একত্রে ব্যবহার প্রতিনির্দেশিত।

গর্ভাবস্থাকালীন ব্যবহার
ইনটিমেট নবজাতক, শিশু অথবা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

বৈপরীত্য
নাইট্রেটস: নাইট্রেট ব্যবহারকারী রােগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশনা রয়েছে। ক্লিনিকাল ফার্মাকোলজির গবেষণা থেকে দেখা গেছে,ইনটিমেট নাইট্রেট গ্রহণকারী রােগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাইপারসেনসিটিভিটি রিএকশন: যে সমস্ত রােগী ইনটিমেট এর প্রতি মারাত্মক হাইপারসেনসিটিভিটি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে ইনটিমেট নিষিদ্ধ।

অতিরিক্ত সতর্কতা
Renal Insufficiency-
For Use as Needed:

Mild (creatinine clearance 51 to 80 mL/min): No dose adjustment is required.
Moderate (creatinine clearance 31 to 50 mL/min): A starting dose of 5 mg not more than once per day is recommended, and the,maximum dose should be limited to 10 mg not more than once in every 48 hours.
Severe (creatinine clearance <30 mL/min and on hemodialysis): The maximum recommended dose is 5 mg not more than once in every 72 hours.
For Once Daily Use:

Mild (creatinine clearance 51 to 80 mL/min): No dose adjustment is required. Moderate (creatinine clearance 31 to 50 mL/min): No dose adjustment is required.
Severe (creatinine clearance <30 mL/min and on hemodialysis): Tadalafil for once daily use is not recommended.
Hepatic Impairment-
For Use as Needed:

Mild or moderate: The dose should not exceed 10 mg once per day.
Severe: Not recommended
For Once Daily Use:

Mild or moderate: Tadalafil for once daily use has not been extensively evaluated in patients with hepatic insufficiency. Therefore, caution is advised if Tadalafil for once daily use is prescribed to these patients.
Severe: Not recommended.
Geriatrics:

No dose adjustment is required in patients >65 years of age

তীব্র ওভারডোজ
অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড সহায়ক পরিমাপ করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ
30 ডিগ্রি সেলসিয়াসের নীচে সংরক্ষণ করুন আলো এবং আর্দ্রতা থেকে রক্ষা করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ইফতারের দোয়া

ইফতারের দোয়া , আরবি বাংলা উচ্চারণ

ইফতারের দোয়া , ইফতারের দোয়া আরবি

আজকের এই আর্টিকেলটিতে আমরা ইফতারের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ তুলে ধরছি আপনি আর্টিকেলটি থেকে ইফতারের দোয়া ভালোভাবে দেখে মুখস্থ করে নিতে পারেন এবং আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করতে আপনার ফেইসবুক ও অন্যান্য মাধ্যমে শেয়ার করে দিন।

ইফতারের দোয়া

উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।’

অর্থ: ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

ইফতারের দোয়া

আরো পড়ুনঃ চুল কাটার মেশিন সরাসরি কিনতে ক্লিক – এখনই কিনুন

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়

উচ্চারণ: ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।’
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

ইফতারের পর যে দোয়া পড়তে হয়

উচ্চারণ: ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’
অর্থ: ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।’ (আবু দাউদ, মিশকাত)

ইফতারের দোয়া

আরো পড়ুনঃ মোটা হওয়ার ইন্ডিয়ান গুড হেলথ কিনতে ক্লিক – এখনই কিনুন

ইফতারের সময় যে যে কাজগুলো করতে হয়
১. ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।
২. অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া।
৩. বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
৪. খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা।
৫. ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিবের নামাজ আদায় করে তারপরে তৃপ্তিসহ খাবার খাওয়া। তাতে শরীর সুস্থ ও সবল থাকে।

আরও পড়ুন: মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান ভাড়া কত

ইফতারের দোয়া আরবি

আর্টিকেলটির উপরের অংশে ইফতারের দোয়া তুলে ধরা হয়েছে আশা করি আর্টিকেলটির উপরের অংশ থেকে ইফতারের দোয়া দেখে নিবেন।

ইফতারের দোয়া ছবি

ইফতারের দোয়া সম্পর্কে আমরা আর্টিকেলটির উপরের অংশে কিছু মূল্যবান তথ্য তুলে ধরেছি ইফতারের দোয়া ভালোভাবে বাংলা অর্থ আরবি উচ্চারণ সহ তুলে ধরেছি এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ইফতারির দোয়া এবং জেনে নিতে পারবেন তাই ইফতারের দোয়া গুলো অবশ্য ভালোভাবে পড়া মুখস্থ করে নিবেন।

ইফতারের দোয়া আরবিতে

ইফতারির দোয়া আরবিতে উপরে তুলে ধরা হয়েছে আশা করি উপরে থেকে ইফতারের দোয়া আরবী ভালোভাবে দেখে নিবেন তাহলে আপনি ইফতারের দোয়া আরবী ভালোভাবে উচ্চারণ সহ পড়তে পারবেন এবং বুঝতে পারবেন।

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

মুসলমানদের জন্য সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় ইফতারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক তাই এই আনন্দদায়ক মুহূর্তটিকে আরো আনন্দদায়ক করার জন্য ইফতারের দোয়া অবশ্যই ভালোভাবে মুখস্ত করে নেবেন।

ইফতারের দোয়া বাংলা

মুসলমানের রমজান মাহে রমজানে রোজা পালন করে সেহরী এবং ইফতারের করে থাকে তাই সেহরির দোয়া ইফতারের দোয়া এবং রমজানে রোজা নাই আপনি আমাদের আর্টিকেলটি থেকে এসকল তথ্য সহজে জেনে নিতে পারবেন।

ইফতারের দোয়া আরবি ও বাংলা

আমরা যে ইফতারের দুআ টি তুলে ধরেছি আমরা যে ইফতারি সম্পর্কে তথ্য তুলে ধরেছি এই তথ্যগুলো সম্পর্কে আপনার যেকোন প্রশ্ন জিজ্ঞাসা কিম্বা মন্তব্য থাকলে সেটি কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন।

ইফতারের দোয়া ইসলামিক ফাউন্ডেশন

আমরা সব সময় আমাদের আর্টিকেল গুলোতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি তাই আপনার অবশ্যই আমাদের আর্টিকেলগুলো তত্ত্ব সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট কিংবা গণমাধ্যমগুলোকে আমাদেরকে অবহিত করবেন।

ইফতারের দোয়া আহলে হক মিডিয়া

আমাদের আর্টিকেলটিতে ইফতারের দোয়া পাশাপাশি কিছু পণ্য সামগ্রীর বিজ্ঞাপন দেয়া রয়েছে যেগুলো আপনি চাইলে সরাসরি বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ক্রয় করতে পারেন দেশের সবচাইতে কম দামে।

আজকের ইফতারের সময়

আজকের ইফতারের সময় / ajker iftarer somoy

আজকের ইফতারের সময় / ajker iftarer somoy

আজকে ইফতারের সময়সূচি এটি দিঘার সবচেয়ে ভাল মাধ্যম হচ্ছে রমজানের পূর্বে আপনি একটি ইফতারের সময়সূচি দেখার ক্যালেন্ডার কিনে নিবেন এবং ক্যালেন্ডার নিচে লেখা থাকবে কোন এলাকায় ইফতারের সময়সূচি কখন এর বিবরণ।

আজকের ইফতারের সময়

আজকের ইফতারের সময়

বিষয়টি হচ্ছে কোন এলাকার সাথে সময় যোক হবে কোন এলাকার সাথে সময় বিয়োগ হবে এতে যদি আপনি ভালভাবে যোগ বিয়োগ করে নেন তাহলে আপনার জেলার ইফতারের সময়সূচি খুব সহজেই আপনি বের করে ফেলতে পারবেন।

আরও পড়ুন: সর্দির ট্যাবলেট ১০ টি ভালো ঔষধ

ajker iftarer somoy

আশা করি আপনি খুব সহজেই ইফতারের সময়সূচি পেয়ে যাবেন আপনার এলাকার বা আপনি যে জেলা শহরে থাকেন আপনি যে থানা শহরে থাকেন সেটি জেলার মধ্যে পড়েছে সেই জেলার ইফতারের সময়সূচি আপনি সহজেই বের করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই।

আজকের ইফতারের সময়

আজকের ইফতারের সময় ঢাকা

অথবা বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ আপনি ইফতারের সময়সূচি বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট এ পেয়ে যাবেন অথবা টিভির স্ক্রিনে আপনি ইফতারের সময়সূচি দেখতে পাবেন যদিও রোজা রেখে টিভি না দেখাটাই সবচাইতে উত্তম।

আজকের ইফতারের সময় চট্টগ্রাম

তবে আপনি চাইলে খুব সহজেই এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারেন আমাদের এই আর্টিকেলটিতে মূলত আমরা আপনাদেরকে জানাতে চেয়েছি আপনি কিভাবে সহজে ইফতারে রোজার ইফতারের সময়সূচি বের করে ফেলতে পারবেন।

আজকের ইফতারের সময় খুলনা

আমাদের দেশে প্রচলিত রয়েছে রমজানের সময় ইফতার করার পূর্বে মসজিদে আজান দেয়ার পর ইফতার করা হয় সুতরাং আপনি কিন্তু এই নিয়মটি ফলো করতে পারেন রমজানের সময় প্রত্যেকটি মসজিদে সময় খুব কঠোরভাবে মূল্যায়ন করা হয় তাই রমজানের সময় আপনি মসজিদে আযানের সাথে সাথে ইফতারি করতে পারবেন মনে রাখবেন রমজানের সময় মসজিদে ইফতার করে তারপর আযান দেয়া হয়ে থাকে।

আজকের ইফতারের সময়

আরো পড়ুনঃ চুল কাটার মেশিন সরাসরি কিনতে ক্লিক – এখনই কিনুন

আজকের ইফতারের সময় বরিশাল

বরিশাল জেলার ইফতারের সময়সূচি আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন এজন্য আপনি ইফতারের স্থায়ী ক্যালেন্ডার থেকে বরিশালের সময় যোগ অথবা বিয়োগ করে নিতে পারেন।

আজকের ইফতারের সময় সিলেট

সিলেটের ইফতারের সময়সূচি আপনি বরিশালের ইফতারের সময়সূচির মত একই পদ্ধতিতে বের করে নিতে পারেন আপনি সহজ ভাষায় একটি ইফতারের স্থায়ী ক্যালেন্ডার কিনে নিতে পারেন ইংরেজি মাসের হিসাবে ইফতারের স্থায়ী ক্যালেন্ডার পাওয়া যায়।

আজকের ইফতারের সময় রাজশাহী

ইংরেজি মাসের স্থায়ী ক্যালেন্ডার থেকে আপনি সহজেই ইফতারের সময়সূচি বের করে নিতে পারবেন অতিদ্রুত সময় ইফতারের সময়সূচি বের করে নেয়ার জন্য আপনাকে কোন এলাকার সাথে যোগ হবে সময় এবং কোন এলাকায় সতেজ ও সমাবেশের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।

আজকের ইফতারের সময় যশোর

তবে ইফতারের সময়সূচি এটি বের করা তেমন কোনো কঠিন কাজ নয় আপনি যদি খুব সহজে বের করতে চান তাহলে অতিদ্রুত সময় বের করে ফেলতে পারবেন আশা করি ইফতারের সময়সূচি বের করার পদ্ধতি জানা থাকলে আপনি সহজেই তারের সময়সূচী বের করতে পারবেন।

আজকের ইফতারের সময় সুনামগঞ্জ

ইফতারের বিভিন্ন সময় সূচি সম্বলিত বিভিন্ন লেখা রয়েছে তবে আপনি সহজে স্থায়ী ক্যালেন্ডার কিনে ইফতারের সময়সূচি বের করতে পারেন অথবা মসজিদে আযানের পরক্ষণে ইফতার করে নিতে পারেন তবে ইফতারের পূর্ববর্তী সময়ে জেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ গুরুত্বপূর্ণ কাজগুলো ইফতারের টাইমে আমাদের সময় বের করে নিতে হয়।

আজকের ইফতারের সময় ভোলা

আশা করি আপনি কিভাবে ইফতারির সময় বের করবেন ইফতারির সময় জেনে নিবেন এ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেলেন যেটির মাধ্যমে আপনি সহজেই যেকোনো সময় ইফতারের সময়সূচি বের করে নিতে পারবেন সঠিক সময় জানতে পারবেন।

আজকের ইফতারের সময় পটুয়াখালী

ইফতারি সময় সূচি বের করার আপনার কাছে যদি কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা ইফতারের সময়সূচি বের করার মতো গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ থাকে সেটি আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন।

আজকের ইফতারের সময় কক্সবাজার

আমরা সব সময় আমাদের আর্টিকেল গুলোতে পাঠকের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মন্তব্য পদের গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে তাই আপনি চাইলে আমাদের আর্টিকেল সম্পর্কে নিজের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানিয়ে দিতে পারেন।

আজকের ইফতারের সময় গাজীপুর

ইফতারের সম্পর্কিত আপনার কাছে যদি কোন ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ কোন তথ্য থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে অন্যদিকে লিখে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মন্তব্য এবং আপনার ইত্যাদি সম্পর্কে মূল্যবান পরামর্শ।

আজকের ইফতারের সময় রংপুর

ইফতারির আপনার যেকোন পরামর্শ যেকোনো মন্তব্য ইফতারির সময় বের করা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ যে কোন মন্তব্য আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন।

আরও পড়ুন: চেহারা সুন্দর করার দোয়া

আজকের ইফতারের সময় দিনাজপুর

আমাদের আর্টিকেলটিতে কিছু বিজ্ঞাপন দেয়া রয়েছে বিজ্ঞাপনগুলো সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ যেকোনো মন্তব্য যে কোন মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাতে পারেন আমাদের বিজ্ঞাপন প্রচারে সহযোগিতা করতে পারেন।

আজকের ইফতারের সময় ময়মনসিংহ

অন্যদেরকে তথ্যগুলো জানাতে আমাদের এই আর্টিকেলটি ভালোভাবে শেয়ার করুন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে শেয়ার করে অবশ্য জানিয়ে দিন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন

রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা । russia 1 taka bangladesh koto

রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা । প্রিয় পাঠক বন্ধুগণ আসসালামু আলাইকুম https://www.janbobd24.com এর আজকের আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা? রাশিয়ার ১ রুবল বাংলাদেশের কত টাকা? রাশিয়ার জনসংখ্যা কত? রাশিয়ার মোট আয়তন কত? রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার রাজধানীর নাম কি?

আরও পড়ুন:  সানি লিওনের এক্সপ্রেস ভিডিও

রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা । Russia 1 taka Bangladeshi koto taka

রাশিয়ার সরকারি ভাষা কি? রাশিয়ার আইনসভার নাম কি? রাশিয়ার ধর্ম? রাশিয়ার মানচিত্র? রাশিয়ার নাগরিকত্ব? রাশিয়ার সামরিক শক্তি? রাশিয়ার মেয়েরা? রাশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা? বাংলাদেশের এক টাকায় রাশিয়া কত টাকা? রাশিয়ার টাকার মান কি?
রাশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়া কোন মহাদেশে অবস্থিত? ১ রুবল বাংলাদেশের কত টাকাল? ইত্যাদি রাশিয়া সম্পর্কে আরো বিস্তারিত ভাবে সঠিক তথ্য পেতে হলে নিচের সম্পূর্ণ পোস্টটি পড়ুন এছাড়াও যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য পেতে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

বাংলাদেশের সর্বোচ্চ কম দামে পাইকারি মূল্যে পাইকারী ও খুচরা পণ্য কিনতে ভিজিট করুন https://www.gazivai.com

রাশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

বন্ধুগণ রাশিয়ার মূদ্রাকে সাধারণত রুবল বলা হয়। রাশিয়ার 1 রুবল বাংলাদেশি টাকার 1.026 টাকা। অর্থাৎ রাশিয়ার এক টাকা বাংলাদেশে 1.026 টাকা।
রাশিয়ার রাজধানীর নাম কি

বর্তমান সময়ে রাশিয়ার মুদ্রার মান খুবই কম প্রায় বাংলাদেশি টাকার সমান। ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে রয়েছে রাশিয়া। সরাসরি যুদ্ধক্ষেত্রে যোগ না দিলেও পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে মস্কোর উপরে। এর মধ্যে দেশের মুদ্রার দাম কমছে লাফিয়ে লাফিয়ে।

রাশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা

ডলারের বিপরীতে রুবলের দাম কমছে 30 শতাংশের কাছাকাছি। রুবেলের দাম কমে যাওয়ায় বাংলাদেশের টাকার মান বাড়ছে।

আরো পড়ুনঃ চুল কাটার মেশিন সরাসরি কিনতে ক্লিক – এখনই কিনুন


বাংলাদেশের ১ টাকা রাশিয়ার কত টাকা

বাংলাদেশের এক টাকা রাশিয়ান 0.974 টাকা ( 30/03/2022)। অর্থাৎ বাংলাদেশের 1 টাকা সমান রাশিয়ান 0.974 টাকা।

রাশিয়ান ১০০ টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার 100 রুবল বাংলাদেশের 102.65 টি টাকা।

আরও পড়ুন: লিংগ মোটা করার উপায়


বাংলাদেশের ১০০ টাকা রাশিয়ান কত টাকা

বাংলাদেশের 100 টাকা রাশিয়ান 97.42 রুবল।

রাশিয়ার টাকার মান কত
রাশিয়ার 1 রুবল বাংলাদেশি টাকার 1.026 টাকা। অর্থাৎ রাশিয়ার এক টাকা সমান বাংলাদেশে 1.026 টাকা।

রাশিয়ার মুদ্রার নাম কি

রাশিয়ান মুদ্রার নাম রুশ রুবল (RUB)

আরও পড়ুনঃ হাবিবা নামের অর্থ কি

আরও পড়ুনঃ কুলসুম নামের অর্থ কি
রাশিয়ার রাজধানীর নাম কি

রাশিয়ার বৃহত্তম শহর বা নগরী মস্কো। রাশিয়ার রাজধানীর নাম “মস্কো”।

রাশিয়ার মোট আয়তন কত

রাশিয়া মোট আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। (66,01,668 বর্গমাইল)

পানি বা জলভূমি 13 শতাংশ জলাভূমি সহ।

রাশিয়ার মোট জনসংখ্যা কত

রাশিয়ার মোট জনসংখ্যা 2015 আদমশুমারি অনুযায়ী আনুমানিক 14 ,39,75, 923[৯] এবং জনসংখ্যার ঘনত্ব 8.4 /বর্গ কিলোমিটার 21.8/ বর্গমাইল।

রাশিয়ার আইনসভার নাম কি

রাশিয়ার আইনসভার নাম ফেডারেল সভা

উচ্চ কক্ষ আইনসভা ফেডারেল পরিষদ এবং নিম্ন কক্ষ আইনসভা স্টেট দুমা।

রাশিয়ার আবহাওয়া কেমন

রাশিয়া বিশ্বের সর্বোচ্চ শীতলতম দেশ। রাশিয়াতে সারাবছরই হিমশীতল বা এবং শৈতপূর্ন আবহাওয়া থাকে। অতিরিক্ত আর্কটিক বরফাচ্ছন্নের অতি উচ্চভূমি এবং রুশ প্রকৃতির হেতু দ্বারা শৈত্য প্রবাহ সৃষ্টি করা হয়। রাশিয়ায় বছরে দশ (১০) মাস শৈত্যপ্রবাহ (সেপ্টেম্বর থেকে মে) এবং 8 মাস বরফাচ্ছন্ন (অক্টোবর থেকে এপ্রিল) হয়ে থাকে। রাশিয়ার সাইবেরিয়া এলাকায় সারাদিন ঠান্ডা ও শৈত্য প্রবাহ থাকে এবং পশ্চিম দক্ষিণাংশে গরম থাকে। রাশিয়ায় হাড় কাঁপানো ঠান্ডা থাকে বলে এখানে থাকাটা খুবই কষ্টকর এবং প্রতিকূল।
রাশিয়ার মানচিত্র
রাশিয়ার মানচিত্র

রাশিয়া (গাঢ় সবুজ)
ক্রিমিয়া (বিতর্কিত) (হালকা সবুজ)a
রাশিয়ার ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার 1000 রুবল বাংলাদেশের 1026.5 টাকা।

রাশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার এক টাকা বাংলাদেশের 1.026 5 টাকা।

রাশিয়ার 1 টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার 1 টাকা বাংলাদেশের 1.026 5 টাকা।

আরও পড়ুনঃ সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা

আরও পড়ুনঃ ওমান ১ টাকা বাংলাদেশের কত টাকা
রাশিয়া 1 টাকা বাংলাদেশে কত টাকা

রাশিয়া এক টাকা বাংলাদেশের 1.0265 টাকা।

বাংলাদেশের ১০০ টাকা রাশিয়ার কত টাকা

বাংলাদেশের 100 টাকা রাশিয়ার 97. 42 রুবল।

বাংলাদেশের ১০০০ টাকা রাশিয়ার কত টাকা বাংলাদেশের 1000 টাকা রাশিয়ার 974. 22 রুবল

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি

পৃথিবীর সবথেকে সুন্দরী হিসেবে রাশিয়ার মেয়েদেরকে গণ্য করা হয়। রাশিয়ার মহিলাদের আকর্ষণীয় আকর্ষণীয় তাই শীর্ষস্থানে রয়েছেন রুস্তভ অন ডন। এখানকার বাসিন্দারা প্রায়োগিক সুন্দর্যের প্রতিযোগিতায় পুরস্কার জিতেন। সেন্ট পিটার্সবার্গ যা একটি আন্তর্জাতিক ইউরোপীয় শহর হিসেবে বিবেচিত হয় এটি সুন্দরীদের জন্য বিখ্যাত।

রাশিয়ান নারীরা বিশ্ব ব্যাপকভাবে আলোচিত। রাশিয়ার নারীদের গায়ের রং, শারীরিক গঠন, চুলের সৌন্দর্য, লোভনীয় চোখ, পরিষ্কার ত্বক, ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য তারা সবসময় আবেদনময়ী।

রাশিয়াব নারীদের চোখজুড়ানো সৌন্দর্য নিয়ে প্রায়ই আলোচনা হয়।

রাশিয়া মূলত সরকারিভাবে রুশ ফেডারেশন নামেই পরিচিত। রাশিয়া মূলত পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের

বৃহত্তম একটি দেশ। রাশিয়া অর্ধ প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্র সংবিধান 83 টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত।

রাশিয়ার উত্তর-পশ্চিমে থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোলান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত যুক্ত রয়েছে।

রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। বিশ্বের মোট আবাসযোগ্য জমির অষ্টমাংশ রাশিয়ায়। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে 2012 এর হিসাব অনুযায়ী 143 মিলিয়ন লোক বসবাস করেন।

রাশিয়া নামটি কোন ভাষা থেকে এসেছে

রাশিয়ান অন্টিভিরুস নামক মধ্যযুগীয় একটি রাষ্ট্র থেকে এসেছে যেখানকার অধিকাংশ লোক হয়েছিল ইস্ট স্লাভ গোত্রের অন্তর্ভুক্ত। রুশ নামটি মূলত রুশ নামের একটি গোত্র থেকে এসেছিল যারা ছিল মূলত ভারাঞ্জিয়ানদের একটি দল এরাই প্রথম রুশ নামে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন।রাশিয়ার অধিবাসীদের রুশ বলা হয়।

রাশিয়া একটি আধা- রাষ্ট্রপতি শাসিত দেশ যেখানে প্রেসিডেন্ট সর্বক্ষমতার মালিক এবং তিনি প্রধানমন্ত্রীর নিয়ে নিয়োগ দিয়ে থাকেন। রাশিয়া মূল আটটি ফেডারেল ডিস্ট্রিক্ট বিভক্ত

আরও পড়ুনঃ রুপা নামের অর্থ কি

আরও পড়ুনঃ মারিয়া নামের অর্থ কি

কেন্দ্রীয় মস্কো

উত্তর-পশ্চিম– সেন্ট পিটার্সবার্গ কালিনিনগ্রাদ

ভলাগা– নিঝনি নোভগরদ, কাজান, সামারা।

দক্ষিনে — রোস্তভ-ন্য -দানু, ভলগোগ্রাদ , সোচি।

উড়াল — ইয়েকোতেরিনবুর্গ।

রাশিয়া ইউরেশিয়া ভূখণ্ডের উত্তর অংশের বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তারিত। পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশই রাশিয়াতে পড়েছে। রাশিয়া আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়া বিশ্বের সর্বপ্রথম অত বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ এদেশে সারাবছরই হিমশীতল এবং শৈতপ্রবাহ পূর্ণ থাকে।

রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুমদার হিসেবে তৈরি করেছে। রাশিয়া বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদন হয়। রাশিয়া পারমাণবিক শক্তি সম্পন্ন পাঁচটি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম একটি দেশ। বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্র ভান্ডার রয়েছে রাশিয়ায়। রাশিয়া মূলত পরাক্রমশালী রাষ্ট্র। যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথ এর অন্যতম একটি সদস্য রাশিয়া। এছাড়াও রাশিয়াতে বর্তমানে মুক্তবাজার ব্যবস্থা প্রচলিত রয়েছে। রাশিয়া বিশ্বের দশম (১০ম) বৃহত্তম অর্থনৈতিক দেশ। রাশিয়ার অর্থনৈতিক বিশাল অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল।

আরও পড়ুনঃ কাতার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আরও পড়ুনঃ রোমানিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

রাশিয়ার প্রজাতন্ত্রের সরকারি ভাষা রুশ ভাষা।

রাশিয়ার প্রায় 80% লোক রুশ ভাষায় কথা বলে। এছাড়াও রাশিয়াতে প্রায় 80 টিরও বেশি ভাষা প্রচলিত এদের মধ্যে আঞ্চলিক সরকারি মর্যাদা দেওয়া রয়েছে অনেকগুলোর।

2018 সালের রাশিয়া প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়াও রাশিয়া সর্বকালীন অলিম্পিক গেমসের পদক তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করেছে।

টেকনো স্পার্ক 7 প্রো বাংলাদেশ প্রাইস

ঘানার রাজধানীর নাম কি

ঘানার রাজধানীর নাম কি

পৃথিবীতে যে কয়টি দেশ রয়েছে তার মধ্যেও ঘানা একটি অন্যতম দেশ আজকের আর্টিকেল থেকে আমরা ঘানার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘানার রাজধানীর নাম কি এবং ঘানার রাজধানী কোথায় এবং ঘানার রাজধানী কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিচে

ঘানার রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ ছেলেদের পাঞ্জাবি কোড পাইকারি কিনতে ক্লিক – এখনই কিনুন

ঘানার রাজধানীর নাম

ঘানার দক্ষিণ-পূর্বভাগে আটলান্টিক মহাসাগরের একটি বাহু গিনি উপসাগরের উপকূলে অবস্থিত। নগরীটি আংশিকভাবে সমুদ্রের কিনারে ৮ থেকে ১২ মিটার উচ্চতার একটি খাড়া পর্বতগাত্রের উপরে অবস্থিত, এবং সেখান থেকে এটি উত্তর দিকে ঢেউখেলানো আক্রা সমভূমিতে প্রসারিত হয়েছে।

ঘানার রাজধানী কোথায়

আমরা জানি ঘানার রাজধানীর নাম হলো আক্রা আক্রা দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ইংরেজি সরকারী ভাষা হলেও বেশির ভাগ ঘানাবাসী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন। ঘানার অর্থনীতি আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলির একটি, কিন্তু এখনও কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার বেশির ভাগ লোকই দরিদ্র।

ঘানার রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ মোটা হওয়ার ইন্ডিয়ান গুড হেলথ কিনতে ক্লিক – এখনই কিনুন

ঘানার রাজধানী

ঘানার রাজধানীর নাম হলো আক্রা আক্রা পশ্চিম আফ্রিকার রাষ্ট্র ঘানার রাজধানী ও বৃহত্তম শহর। ঘানার রাজধানীর নাম কি এর প্রকৃত নানা তথ্য আমরা আর্টিকেলটির উপরের অংশে তুলে ধরেছি। আর্টিকেলটিতে ঘানার রাজধানী সম্পর্কে আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি উক্ত তথ্যের বাহিরে যদি কোন প্রশ্ন আপনার থাকে সেটি আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।

ঘানার রাজধানীর নাম কি

ঘানার রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ বীর্য ঘন ও গাঢ় করার সেলেনিয়াম ঔষধ কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

আমাদের আর্টিকেল গুলোতে আমরা সব সময় আপনাদের কে সঠিক তথ্যটা জানার চেষ্টা করি তাই আপনি আপনার যে কোন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা থাকলে কিংবা কোনো তথ্যের উত্তর জানতে চাইলে কিংবা কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে সেটা কমেন্ট লিখে জানিয়ে দিন।ঘানার রাজধানী কোথায় এসম্পর্কিত আপনার কাছে যদি কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আমাদেরকে জানান খুবই জরুরি মনে হয় সেটাও কিন্তু আপনি কমিটির মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে তথ্যটি সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন: মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান ভাড়া কত

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

পৃথিবীতে যে কয়েকটি বৃহত্তম দেশ রয়েছে তার মধ্যে মালদ্বীপ একটি অন্যতম দেশ আজকের আর্টিকেল থেকে আমরা মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মালদ্বীপের রাজধানীর নাম কি এবং মালদ্বীপের রাজধানী কোথায় এবং মালদ্বীপের রাজধানী কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিচে

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ মেয়েদের যোনি টাইট করার ক্রিম কিনতে ক্লিক – এখনই কিনুন

মালদ্বীপ এর রাজধানীর নাম

মালদ্বীপের রাজধানীর নাম হল মালে। মালে হল মালদ্বীপ প্রজাতন্ত্রের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর। এ শহরের জনসংখ্যা ১৩৩৪১২ এবং আয়তন ৯.২৭ বর্গ কিলোমিটার । এটি পৃথিবীর অন্যতম সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। ভৌগোলিকভাবে শহরটি উত্তর মালা অ্যাটল এর দক্ষিণে অবস্থিত।

মালদ্বীপ এর রাজধানী কথায়

আমরা জানি মালদ্বীপের রাজধানীর নাম হল মালে।আজকের আর্টিকেলটিতে আমরা আলোচনা করেছি মালদ্বীপের রাজধানীর নাম কি এ বিষয় নিয়ে মালদ্বীপের রাজধানীর নাম কি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটি অনেক সময় বিভিন্ন দেশে পরীক্ষা এবং ইন্টারভিউ তে এসে থাকে তাই আমাদের সবার এবিষয়ে সঠিক তথ্যটি জানা উচিত

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ ৩ পাট কুচি বোরকা সরাসরি কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

মালদ্বীপ এর রাজধানী

মালদ্বীপের রাজধানীর নাম হল মালে। মালে হল মালদ্বীপ প্রজাতন্ত্রের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর। এ শহরের জনসংখ্যা ১৩৩৪১২ এবং আয়তন ৯.২৭ বর্গ কিলোমিটার মালদ্বীপের রাজধানীর নাম কি এর প্রকৃত নানা তথ্য আমরা আর্টিকেলটির উপরের অংশে তুলে ধরেছি। আর্টিকেলটিতে মালদ্বীপের রাজধানী সম্পর্কে আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি উক্ত তথ্যের বাহিরে যদি কোন প্রশ্ন আপনার থাকে সেটি আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ গোপনাঙ্গ ফর্সা করার ক্রিম কিনতে ক্লিক – এখনই কিনুন

মালদ্বীপ এর রাজধানীর নাম কি

আমাদের আর্টিকেল গুলোতে আমরা সব সময় আপনাদের কে সঠিক তথ্যটা জানার চেষ্টা করি তাই আপনি আপনার যে কোন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা থাকলে কিংবা কোনো তথ্যের উত্তর জানতে চাইলে কিংবা কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে সেটা কমেন্ট লিখে জানিয়ে দিন। মালদ্বীপ এর রাজধানী কোথায় এসম্পর্কিত আপনার কাছে যদি কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আমাদেরকে জানান খুবই জরুরি মনে হয় সেটা কিন্তু কমিটির মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে তথ্যটি সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন: ভার্জিন মেয়ে চেনার উপায় ছবি সহ

ফ্রান্সের রাজধানীর নাম কি

ফ্রান্সের রাজধানীর নাম কি

ফ্রান্সের রাজধানীর নাম কি

পৃথিবীতে যে কয়টি বৃহত্তম দেশ রয়েছে তার মধ্যে ফ্রান্স একটি অন্যতম দেশ আজকের আর্টিকেল থেকে আমরা ফ্রান্সের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রান্সের রাজধানীর নাম কি এবং ফ্রান্সের রাজধানী কোথায় এবং ফ্রান্সের রাজধানী কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিচে

ফ্রান্সের রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ পাঞ্জাবি কোড 540 পাইকারি কিনতে ক্লিক – এখনই কিনুন

ফ্রান্সের রাজধানীর নাম

ফ্রান্সের রাজধানীর নাম হল, প্যারিস। প্যারিস বা পারি ফ্রান্সের রাজধানী। শহরটি উত্তর ফ্রান্সে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের প্রাণকেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের প্রাক্কলিত জনসংখ্যা ২, ২১১, ১৯৭। ফ্রান্স দেশটির সরকারি নাম ফরাসী প্রজাতন্ত্র। .

ফ্রান্সের রাজধানী কথায়

আমরা জানি ফ্রান্সের রাজধানীর নাম হল, প্যারিস ফ্রান্সের রাজধানী কোথায় এটিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি বিভিন্ন দেশে পরীক্ষা এবং ইন্টারভিউ তে এসে থাকে তাই আমাদের সবার জানা উচিত ফ্রান্সের রাজধানী হল প্যারিস আজকের আর্টিকেলটিতে আলোচনা করলাম ফ্রান্সের রাজধানী কোথায় এবিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাই আপনি সঠিক উত্তর জানতে পেরেছেন

ফ্রান্সের রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ  খিমার বুরকা সরাসরি কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

ফ্রান্সের রাজধানী

আমরা ইতিমধ্যে জেনে গেছি ফ্রান্সের রাজধানীর নাম হল প্যারিস প্যারিস একটি বৃহত্তম শহর ফ্রান্সের রাজধানীর নাম কি এর প্রকৃত নানা তথ্য আমরা আর্টিকেলটির উপরের অংশে তুলে ধরেছি। আর্টিকেলটিতে ফ্রান্সের সম্পর্কে আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি উক্ত তথ্যের বাহিরে যদি কোন প্রশ্ন আপনার থাকে সেটি আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।

ফ্রান্সের রাজধানীর নাম কি

আরও পড়ুন:  সানি লিওনের এক্সপ্রেস ভিডিও

আমাদের আর্টিকেল গুলোতে আমরা সব সময় আপনাদের কে সঠিক তথ্যটা জানার চেষ্টা করি তাই আপনি আপনার যে কোন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা থাকলে কিংবা কোনো তথ্যের উত্তর জানতে চাইলে কিংবা কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে সেটা কমেন্ট লিখে জানিয়ে দিন।ফ্রান্সের রাজধানী কোথায় এসম্পর্কিত আপনার কাছে যদি কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আমাদেরকে জানান খুবই জরুরি মনে হয় সেটাও কিন্তু আপনি কমিটির মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে তথ্যটি সম্পর্কে জানতে পারবে।

ফ্রান্সের রাজধানীর নাম কি

আরো পড়ুনঃ ২০ মিনিট সেক্স করার মেজিক কনডম কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

রোজার নিয়ত

রোজার নিয়ত – আরবি ,বাংলা উচ্চারণ নিয়ত কখন করতে হয়

রোজার নিয়ত পবিত্র মাহে রমজান শুরু হয়েছে । মহান আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের আশায় এক মাস সিয়াম সাধনা করবেন ধর্মপ্রাণ মুসলিমরা ।‘সাওম’অর্থ বিরত থাকা; এর বহুবচন হলো‘সিয়াম’। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে‘রোজা’বলা হয় । রোজা রাখা ও রোজা ভেঙে ইফতার করার জন্য রয়েছে অলাদা দোয়া ।
.

আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন,‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে । সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন এই মাসে রোজা পালন করে ।’‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো ।’ (সুরা-২ বাকারা, আয়াত ১৮৫ ও ১৮৩) ।

রোজার নিয়ত

আরো পড়ুনঃ মোটা হওয়ার ইন্ডিয়ান গুড হেলথ কিনতে ক্লিক – এখনই কিনুন

অনেকে হয়তো এ দোয়া জানেন না । কিংবা জানলেও ভুলে গেছেন । তাদের জন্য দেওয়া হলো রোজা রাখার নিয়ত-

রোজা রাখার নিয়ত

উচ্চারণ-নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম ।

অর্থ-হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে তা কবুল কর । নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ।


রোজার বাংলা নিয়ত

হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফের ফরজ রোযা রাখার নিয়ত করছি । আমার তরফ থেকে আপনি তা কবুল করুন । নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত ।

রোজার নিয়ত


আরো পড়ুনঃ ছেলেদের পাঞ্জাবি কোড 541 কিনতে ক্লিক – এখনই কিনুন

রমজান শুরু হলে অনেকেই রোজার নিয়ত নিয়ে চিন্তিত থাকেন । অনেকে মনে করেন, রোজার নিয়ত মুখে করতে হয় । সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি । এমন ধারণা সঠিক নয় । কারণ রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোজার সংকল্প করাই যথেষ্ট । এমনকি রোজার উদ্দেশ্যে সেহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায় । সুতরাং এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে, মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না ।
.

রোজার নিয়ত আরবি

রোজার ফরজ ২টি

নিয়ত করা,
. সুবহে সাদিকের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ।
রোজার নিয়ত ফরজ কিন্তু রোজার আরবি বা বাংলা দোয়া মুখে উচ্চারণ করা জরুরি না, যদি আপনি মনে মনে ইচ্ছা করেছেন বা নিয়ত করেছেন, যে আগামী কাল আমি রোজা রাখবো,

রোজার নিয়ত


.
শুধু মনে মনে ইচ্ছে করছেন কিন্তু মুখে দোয়া উচ্চারণ করেন নি তাহলেও ১০০ নিশ্চিত থাকেন যে আপনার নিয়ত হয়ে গেছে, নিয়ত নিয়ে কোনো সমস্যা হবেনা, তবে রোজার নিয়ত মুখে বলা উত্তম তাই আমরা রোজার দোয়া মুখে উচ্চারণ করবো ইনশাল্লাহ ।
.আবার কারো কারো মতে রোজার ফরজ ৩টি

নিয়ত করা
সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা

সময়
রোজার নিয়ত ও ইফতারের দোয়া সমূহ সম্পর্কে আপনাকে জানাতে পেরে সত্যি আমরা আনন্দিত, আমরা উপরে যে বিষয় গুলি নিয়ে আলোচনা করলাম আল্লাহ তায়ালা তার উপর আমল করার তাওফিক দান করুন আমিন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন, অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিধান দিবেন আসসালামু আলাইকুম

রোজার নিয়ত

আরো পড়ুনঃ চুল কাটার মেশিন সরাসরি কিনতে ক্লিক – এখনই কিনুন

রোজার নিয়ত বাংলা

বহু প্রচলিত রোজার নিয়ত-
-نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম ।

. অর্থ হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম । অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ।
.

রোজার নিয়ত কখন করতে হয়

সাহরির পর এভাবেও রোজার নিয়ত করা যেতে পারে-

  • بِصَوْمِ غَدٍا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَان
    উচ্চারণ : বিসাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রামাদান।
    অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।

রোজার নিয়ত বাংলা উচ্চারণ

নিয়ত সম্পর্কিত কিছু জরুরি কথা-
আরবি কিংবা বাংলায় মুখে নিয়তের উচ্চারণ বলা জরুরি নয়। এ সম্পর্কে আল্লামা শামি রাহমাতুল্লাহি আলাইহি ফাতাওয়ায়ে শামিতে উল্লেখ করেছেন-
‘আভিধানিক সূত্রে নিয়ত হলো ‘আজম’। আর ‘মনের দৃঢ় সংকল্পকে’ আজম বলা হয়।

আরও পড়ুন: ভার্জিন মেয়ে চেনার উপায় ছবি সহ

আরও পড়ুন: মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান ভাড়া কত

রোজা রাখার জন্য নিয়ত ফরজ- এ বিষয়টি অনেকে জানে-ই না। তাই অনেকে রোজার নিয়ত মুখে বলা বা মনের সংকল্প কোনোটিই করেন না। আবার মুখে রোজা প্রচলিত নিয়ত তথা আরবি ও বাংলা শব্দগুলো উচ্চারণ করে অন্তরে রোজা রাখার দৃঢ় সংকল্প না থাকলে তা নিয়ত হবে না। তাই রোজা রাখার বিষয়টি অন্তরের দৃঢ় সংকল্পে থাকতে হবে।

সুতরাং মূল কথা হলো- রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করতে হবে। মুখে উচ্চারণ করার পরও অন্তরে একনিষ্ঠ সংকল্প রাখতে হবে। তবেই রোজা আদায় হবে।

রোজার নিয়ত বাংলা অর্থ

রোজার নিয়ত করার সময় ফরজ রোজার নিয়ত সাহরির পর রাত বাকি থাকতেই করা উত্তম। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা (পূর্ণাঙ্গ) হবে না।’ (আবু দাউদ)

রোজার নিয়ত কখন করতে হয়

অনেক ইসলামিক স্কলারদের মতে, ‘দিনের দ্বিপ্রহরের আগে রোজার নিয়ত করা না হয়ে থাকলে সেই রোজা বিশুদ্ধ হবে না। এর পরও রোজাহীন অবস্থায় দিনের বাকি সময়ে পানাহার করা রমজানুল মোবারকের সম্মানের বিরোধী বলে তা জায়েজ নয়।’ (ইমদাদুল ফাতাওয়া)

সুতরাং রমজানের ফরজ রোজা, নির্দিষ্ট মানতের রোজা এবং নফল রোজাসমূহের নিয়ত রাতের বেলা অথবা শরিয়তের ঘোষিত দ্বিপ্রহরের আগ পর্যন্ত করা গেলেও সব ধরনের রোজার জন্য রাতেই নিয়ত করে নেওয়া জরুরি। (ফাতাওয়া দারুল উলুম)

রোজার নিয়ত করা কি ফরজ

রোজা পালনে সাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোজার নিয়তও জরুরি। তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ? বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বস্তুত মনের ইচ্ছাই হলো- নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। (সূত্র : আল-বাহরুর রায়েক : ২/৪৫২; আল-জাওহারুতুন নাইয়্যিরাহ : ১/১৭৬; রাদ্দুল মুহতার : ৩/৩৩৯, ৩৪১; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৫)

রোজার নিয়ত আরবি এবং বাংলা

আরবি নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আরও পড়ুন: সর্দির ট্যাবলেট ১০ টি ভালো ঔষধ

আরও পড়ুন: মাথা ব্যথার ১০ টি ঔষধের নামের তালিকা

রোজার নিয়ত দোয়া

ইফতারের পরের দোয়া

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) যখন ইফতার করতেন, তখন বলতেন-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

বাংলা উচ্চারণ : জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ : ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।’ (আবু দাউদ, হাদিস : ২৩৫৭)